বারিশা হক
দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী বারিশা হক। অভিনয় ছাড়াও মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের সঙ্গেও যুক্ত থাকেন তিনি। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় এসেছেন। সাম্প্রতিক সময়ে আরেক আলোচিত ইনফ্লুয়েন্সার তনির সঙ্গে বাকবিতন্ডায় বেশ শিরোনামে ছিলেন বারিশা।
এছাড়া নানান ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার বারিশার পোস্টে দেখা গেল ভিন্ন এক বার্তা।
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত
শনিবার (২২ মার্চ) ফেসবুকে একটি পোস্ট করেছেন বারিশা যেখানে তিনি জানান, কারো রিজিক নষ্ট করতে চান না তিনি। অভিনেত্রী লেখেন, ‘আমার বাচ্চাকে বুলিং করার জন্য যদি কারো চাকরি বা রিজিক নস্ট হয় সেটা আমি চাইনা।
এর আগে, বারিশা হক একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ‘রেজুভা ওয়েলনেস’ নামক একটি প্রতিষ্ঠান তাদের এক কর্মীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে যাচ্ছেন। কারণ সেই নারী কর্মী বারিশা হকের সন্তানকে বুলিং করে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সেই পোস্টও শেয়ার করতে দেখা গেছে বারিশাকে। এরপরই সেই নারী কর্মীকে নিয়ে স্ট্যাটাস দেন বারিশা। জানান, কারো রিজিক নষ্ট করার পক্ষে নন তিনি
বারিশার সেই স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের মতামত জানাচ্ছেন অনুরাগীরাও। কেউ লিখেছেন, ‘বাচ্চাদের বুলিং করা যে বাচ্চাদের জন্য কতটা ক্ষতি নিজের বাচ্চা না হলে কেউ বুঝবে না।
’ অন্য একজনের মন্তব্য, ‘সবাই সবার নিজের ভুল বুঝতে পেরে শুধরে যাক।’ কারো মন্তব্য, ‘বাচ্চারা নিষ্পাপ, ওদের নিয়ে এসব কথা বলতে হয়না।’
বারিশা হক, একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্রান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক।