ন্যান্সির অন্য রকম ঈদ

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

কয়েক দিন বাদেই ঈদ। আর ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সদ্যই উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘মায়া মায়া লাগে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বালাম।

এই প্লেব্যাকের মাধ্যমে তারা প্রায় ১৫ বছর পর একসঙ্গে গাইলেন।

আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন। এটি ব্যবহৃত হয়েছে কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে। 

গানটি প্রসঙ্গে ন্যান্সি কালের কণ্ঠকে বলেন, ‘আমার আশপাশের মানুষজনের কাছ থেকে প্রশংসা পাচ্ছি।

তারা জানাচ্ছে, গানটি তাদের ভালো লেগেছে।’

তিনি আরো বলেন, ‘এই গানের মাধ্যমে ১৫ বছর পর বালামের সঙ্গে প্লেব্যাক করা হয়েছে। আমাদের দুজনকে দিয়ে যে একসঙ্গে গাওয়ানো যেতে পারে, এটাও হয়তো অনেকে ভাবেনি। অমি ভেবেছেন তাই একটা সুন্দর গান হয়েছে।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন আরেকটি গান নিয়ে আসছেন ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে কখনো তিনি ঈদের গান করেননি, এবারই প্রথমবার ঈদ নিয়ে গান করেছেন।

গানের শিরোনাম ‘ঈদ এলো রে’। কাজী বেননূরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এহসান রাহী। গানটিতে ন্যান্সি সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিলন।

মিউজিক ভিডিওটি ঈদের আগে ন্যান্সির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

ঈদের গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে কখনো ঈদের গান করা হয়নি। এবারই প্রথম করেছি। গানটিও বেশ চমৎকার, সবার কাছে ভালো লাগবে।’ 

এবারের ঈদটা অন্য রকম কাটবে বলেই জানান এই গায়িকা। ঈদের আগে গানে গানেই সময় কাটাচ্ছেন ন্যান্সি ও তার মেয়ে রোদেলা। কিছুদিন আগে রোদেলারও একটি গান উন্মুক্ত হয়েছে ‘অকারণ’ শিরোনামে। এটিও শ্রোতা-দর্শকরা বেশ পছন্দ করেছেন। সব মিলিয়ে এবার তারা অন্য রকম ঈদ আমেজেই থাকবেন বলা যায়।

জানা গেছে, ন্যান্সি ও তার মেয়ে রোদেলা দুজনেরই আরো বেশ কিছু গান প্রস্তুত রয়েছে। যা শিগগিরই প্রকাশ করা হবে।

LEAVE A REPLY