মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হওয়ার সুযোগ নেই : অমি

হাউ সুইট’ ওয়েব ফিল্মের পোস্টারে অপূর্ব, ফারিণ ও পাভেল

অপরিচিত দুটি ছেলে-মেয়ের এক হঠাৎ জার্নি আর সেই জার্নিতে ঘটতে থাকে নানা রকম ঘটনা। সেই ঘটনাগুলো কী বলতে চায়—এমন গল্পের আভাসেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। 

এর মধ্যে ফিল্মটির টিজার, ট্রেলার এবং একটি গান উন্মুক্ত হয়েছে, যা দর্শকরা লুফে নিয়েছেন। দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত এর নির্মাতা কাজল আরেফিন অমি কালের কণ্ঠকে বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি।

আমি কনটেন্ট বানিয়েছিলাম ওটিটির জন্য কিন্তু দর্শক ফিডব্যাক দিচ্ছে সিনেমার মতো, অর্থাৎ সিনেমাটিক রেসপন্স দিচ্ছে। মানুষ এটাকে সিনেমা হিসেবে ট্রিট করছে, এটা খুবই ভালো লাগছে।’

দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেবে ‘হাউ সুইট’, এমনটাই জানালেন এর পরিচালক। ৯০ মিনিট ব্যাপ্তির এই ওয়েব ফিল্মে রোমান্স, অ্যাকশন, কমেডি, নাচ-গান সব কিছুই রয়েছে।

সেই সঙ্গে পরিচালক এও জানালেন, দর্শকের সময় নষ্ট হবে না, এক সেকেন্ডও বিরক্ত লাগবে না।

May be an image of 2 people and wedding


     
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘হাউ সুইট’ একটা গুড ফিল, অর্থাৎ মন ভালো করার মতো কনটেন্ট, একটা হ্যাভ ফান কনটেন্ট যেখানে একটু রোমান্স, একটু কমেডি, একটু অ্যাকশন থাকবে। দর্শকরা ঘরে বসে যেন একটু সিনেমাটিক এক্সপেরিয়েন্স নিতে পারে সে জন্যই ওটিটিতে কনটেন্টটি করেছি। 

তিনি আরো বলেন, দর্শক এই ঈদে তাদের ওয়াচলিস্টে ‘হাউ সুইট’কে এগিয়ে রাখবে।

বিনোদিত হতে চাইলে তারা এই কনটেন্টটি দেখবে। আমি এমন একটা কনটেন্ট বানাতে চেয়েছি যেটা দেখার পর দর্শকরা বলবে, পয়সা উসুল। সেই সঙ্গে এও বলবে যে, তারা প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছে। বর্তমানে ওটিটির যে পরিধি, আমি চেষ্টা করেছি সেটা ব্রেক করে কিছু একটা বানাতে। 

May be an image of 2 people, beard and people smiling

কনটেন্টের ব্যাপ্তি অনেক সময় বেশি দর্শক আগ্রহ হারিয়ে ফেলেন।

সেদিকে খেয়াল রাখেন কি না, এমন প্রশ্নে অমি বলেন, ‘আমার কনটেন্টগুলোর ক্ষেত্রে ব্যাপ্তি যতক্ষণই হোক না কেন, আমি সব সময় মাথায় রাখি যে, দর্শক এক সেকেন্ডের জন্যও যেন বিরক্ত না হয়। ব্যাপ্তির চেয়ে আমার কাছে গল্পটা বেশি প্রাধান্য পায়। কনটেন্ট যতক্ষণ দর্শক ধরে রাখতে পারবে, আমি ঠিক ততটুকুই বানাই।’ 

‘হাউ সুইট’-এর ব্যাপ্তি ৮৬ মিনিট, এন্ড টাইটেল মিলিয়ে ৯০ মিনিট। দর্শকের এক সেকেন্ডও বিরক্ত লাগবে না, বরং তারা বলবে আরো ১০ মিনিট বেশি হলে ভালো হতো।

বঙ্গ প্রযোজিত ‘হাউ সুইট’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল প্রমুখ।

LEAVE A REPLY