সংগৃহীত ছবি
আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে আজ। খেলা শুরুর আগে হবে জাঁকজমক অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্সে শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।
আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র্যাপার করণ আউজলার মতো বলিউড সংগীতশিল্পীরা। অভিনেত্রী দিশা পাটানি নাচবেন এই অনুষ্ঠানে। পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।
অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ও দলকে অনুপ্রাণিত করতে আসবেন।
‘সিকান্দার’–এর প্রচারকাজের জন্য মঞ্চে উঠবেন মেগাস্টার সালমান খান।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে থাকবেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। তবে এসব তারকা অনুষ্ঠানে পারফর্ম করবেন কিনা তা নিশ্চিত নয়।
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা
চলবে ১ ঘণ্টা। সম্প্রচার করবে টি স্পোর্টস, স্টার স্পোর্টস। এ ছাড়া স্পোর্টজেডএক্স অ্যাপে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি পর্যন্ত।