সংগৃহীত ছবি
বাংলাদেশি অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার বলেছেন, ‘আপনারা সবাই জানেন আমার শরীরের বয়স কত। কিন্তু আমার মনের বয়স সব সময় ১৬ থেকে ১৮-এর মধ্যে থাকে। এর বেশি বাড়ে না। সুতরাং আমি কিছু মিস করি না।
’
সম্প্রতি গণমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে গণমাধ্যমে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ২৫ বছর ধরে কঠোর শরীরচর্চা ও নিয়ম মেনে জীবন যাপন করছেন তিনি। ২০০০ সাল থেকে ভাত খাওয়া বন্ধ করেন। এরপর গত ১৩ বছর ধরে মাছ-মাংসও খান না।
কুসুম শিকদার বলেন, ‘আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই, সেটা আমি করার চেষ্টা করি বা করি। সেই ধারাবাহিকতা আমি বজায় রাখি।’
তিনি আরো বলেন, ‘বড় হয়েছি, বয়স হয়ে যাচ্ছে এই কারণে আমি এটা করব না, ওখানে যাওয়া যাবে না, এটা বলা যাবে না। এগুলো আমি ফলো করি না।
যেটা আমার মনে হয় বলা উচিত, করা উচিত আমি করতে পারি, আমি করি।’