সংগৃহীত ছবি
ঈদে মুক্তির মিছিলে রয়েছে একাধিক সিনেমা, তার মধ্যে একটি আব্দুন নূর সজল অভিনীত ‘জ্বীন-৩’। সিনেমার মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। তার অংশ হিসেবে কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যা ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটিতে উৎসবের আমেজ পেয়েছেন শ্রোতাদর্শকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা। গানের পাশাপাশি ভিডিওতে সজল ও ফারিয়া জুটির পারফরম্যান্স এবং তাদের রসায়নেও মুগ্ধ নেটিজেনরা। শুধু তাই নয়, টানা দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ‘কন্যা’-তেই সয়লাব ছিল। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভাল লাগা শেয়ার করেছেন।
এক সঙ্গে এত এত তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কনটেন্ট শেয়ার দিতে দেখা যায়নি। সেই তালিকায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী কেউই বাদ ছিলেন না সেই তালিকায়!
নতুন খবর হলো, ইতিমধ্যে আলোচিত এই গানটি চলে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কন্যা’। এই বিভাগের প্রথম স্থানে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গান।

এদিকে গানটি নিয়ে এত আলোচনা ও প্রশংসায় আপ্লুত একইসঙ্গে উচ্ছ্বসিত এর নায়ক আব্দুন নূর সজল। তিনি বলেন, ‘গানটি এত দ্রুত সবার কাছে পৌঁছেছে যা সত্যি দারুণ। সবাই গানটির প্রশংসা করছেন পাশাপাশি আমাদের পারফরম্যান্স নিয়ে সাধুবাদ জানাচ্ছেন। সত্যি অনেক বেশি ভালো লাগছে, অনুপ্রাণিত বোধ করছি। মনে হচ্ছে কষ্ট সার্থক।
’
তিনি আরো বলেন, ‘বাগেরহাট ও খুলনায় ৫ দিন গানটির শুটিং করেছি। ওই সময়টায় বেশ অসুস্থ ছিলাম। প্রতিদিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছিলেন, এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু শিডিউল যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাই কাজটি শেষ করা ছাড়া কোনো অপশন ছিল না। ওই অবস্থাতেই শুটিংয়ে যাই এবং জ্বর নিয়েই গানে পারফর্ম করি। পুরো টিম অনেক বেশি সাপোর্ট করেছিল।’