স্ত্রীসহ নামাজরত অবস্থায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সালাহ আল বারদায়েল নামে এক নেতা নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে স্ত্রীসহ নামাজরত অবস্থায় তারা নিহত হন। খবর রয়টার্স ও আলজাজিরার।

হামাস নেতাদের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নূর ফেসবুকে দেওয়া এক পোস্টে বারদায়েলের প্রতি শোক প্রকাশ করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, স্ত্রীর সঙ্গে নামাজরত অবস্থায় খান ইউনিসে বারদায়েলের তাঁবুতে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে সালাহ আল বারদায়েল ও তার স্ত্রী শহীদ হন। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, বারদায়েল ও তার শহীদ স্ত্রীর রক্ত, মুক্তি ও স্বাধীনতার যুদ্ধে সৈনিকদের শক্তি জোগাবে।

সন্ত্রাসী শত্রুরা যোদ্ধাদের মনোবল ভাঙতে পারবে না।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন। 

সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে।

LEAVE A REPLY