শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন প্রচারণা চালাচ্ছে কানাডা

মেলানি জোলি

আমেরিকান শুল্কের বিরুদ্ধে দেশটির ১২টি রাজ্যে একটি বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, পাল্টা কর যে সবার জন্যই বোঝা সেটা বোঝাতেই এই প্রচারণা চালানো হচ্ছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

জোলি বলেন, আমরা ইতিমধ্যেই আমেরিকান পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলার মূল্যের পাল্টা শুল্ক আরোপ করেছি। এই শুল্ক পরিশ্রমী আমেরিকানদের উপর একটি কর। এই শুল্কের ফলে পাম্পে এবং মুদিখানা কিনতে যাওয়া আমেরিকানদের আরো বেশি খরচ করতে হবে।

জোলি বলেন, আমরা আজ যুক্তরাষ্ট্রের ১২টি ভিন্ন রাজ্যে একটি বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছি।

কানাডিয়ানরা এই বার্তা দিচ্ছেন যে বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না। সীমান্তের উভয় পাশেই চাকরি হারানোদের সংখ্যা বাড়বে। এই প্রচারণায় ফ্লোরিডা, নেভাদা, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান এবং ওহিওর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বিলবোর্ড লাগানো থাকবে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত কানাডিয়ান দূতাবাসের একটি ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে যে, বিলবোর্ডগুলোতে লেখা থাকবে: ‘শুল্ক হলো পরিশ্রমী আমেরিকানদের ওপর একটি কর।

জোলি বলেন, আমরা এটি করছি কারণ আমরা মনে করি যে আমেরিকান জনগণকে একটি বার্তা পাঠানো দরকার যাতে তারা বুঝতে পারে যে তারা কী ঝুঁকিতে রয়েছে। এ সময় জোলি আমেরিকানদের তাদের আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার আহ্বান জানান।

প্রতিশোধমূলক শুল্ক বিলম্বিত করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হোয়াইট হাউস কিছু শুল্ক বিলম্বিত করার পর কানাডা ৯০ বিলিয়ন ডলারের পাল্টা ব্যবস্থা স্থগিত করেছে, তবে তারা পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY