গোল করে পর্তুগালকে জেতাতে চান রোনালদো। ছবি : এএফপি
গোলের পর নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিইউ’ করার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের অধিনায়ককে দর্শক বানিয়ে সেই উদযাপন করেন রাসমুস হয়লুন্দ।
৭৮ মিনিটে ডেনমার্ককে জয় এনে দেওয়া গোলের পর নিজের ‘আইডল’ রোনালদোর সামনে ‘সিইউ’ উদযাপন করেন হয়লুন্দ। তার এই উদযাপনের পর অনেকে মনে করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে উপহাস করেছেন তিনি।
এমনটা অস্বীকার করেছেন ডেনমার্কের ফরোয়ার্ড। আইডলের সামনে ট্রেডমার্ক উদযাপন করে মুহূর্তটা স্মরণীয় করে রাখতেই এমনটা করেছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড।
হয়লুন্দ সত্য বলেছেন বলে জানিয়েছেন রোনালদো। তবে মজার ছলে ‘ভক্তকে’ একটা হুংকার দিয়ে রেখেছেন আল নাসরের অধিনায়ক।
তিনি জানিয়েছেন, আজ রাতে হয়লুন্দই দেখবে আমার উদযাপন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন ৪০ বছর বয়সী তারকা।
হয়লুন্দের উদযাপন সম্পর্কে জানতে চাওয়া হলে রোনালদো জানান, তিনি বোকা নন। পর্তুগালের সুপারস্টার বলেছেন, ‘আমার কোনো সমস্যা নেই।
জানি, আমাকে অসম্মান করার জন্য অবশ্যই এটা করা হয়নি। বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান আমি। শুধু সে (হয়লুন্দ) নয়, অন্য ক্রীড়াবিদরাও আমার এই উদযাপন করে। আমার জন্য এটা সম্মানেরই। আশা করি, আগামীকাল সে (আজ) এমন উদযাপন করতে আমাকে দেখবে (হাসি দিয়ে)।
’
আল নাসরের হয়ে উড়লেও পর্তুগালের হয়ে সেই ছন্দটা দেখাতে পারেননি রোনালদো। প্রথম লেগে না পারলেও আজ মাথা উঁচিয়ে মাঠ ছাড়তে চান তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানইউর স্ট্রাইকার বলেছেন, ‘আগামীকাল (আজ) আলভালাদে স্টেডিয়াম থেকে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই। যদি গোল করতে পারি খুশি হবো। যদি করতে না পারি অন্যজনকে সহায়তা করব। আমি আসলে পর্তুগালের জয় চাই।’
এই মুহূর্তে পর্তুগাল চাপে আছে তা স্বীকার করেছেন রোনালদো। তবে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন চেয়ে দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ৪০ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘দলে দুশ্চিন্তা আছে এটা লুকাতে চাই না। দুশ্চিন্তার কারণ আমাদের ম্যাচ জিততেই হবে। তবে ফুটবলের সৌন্দর্য এটাই। ভক্ত-সমর্থকদের বলছি, আমাদের শক্তিশালী করতে আপনারা মাঠে আসেন। আমাদের সেরাটা দিতে চেষ্টা করব।’