দুবাইয়ের আক্ষেপ হায়দরাবাদে মেটালেন কিষান

সেঞ্চুরির পর কিষানের উদযাপন। ছবি : ক্রিকইনফো

এবারের আইপিএলে দলীয় স্কোর ৩০০ হতে পারে বলে অভিমত দিয়েছেন শুবমান গিল। গুজরাট টাইটানসের অধিনায়কের সেই চাওয়া আজ প্রায় সত্যিই করতে যাচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদ। অল্পের জন্য অবশ্য পারেনি।

হায়দরাবাদ ৩০০ রান করতে না পারলেও যা করেছে তাই কম কী? ঘরের মাঠ হায়দরাবাদে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রানের দলীয় ইনিংস গড়েছে তারা।

সর্বোচ্চ স্কোরটিও তাদেরই। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের রেকর্ড গড়ে তারা।

সেদিনের রেকর্ড রান করার পথে তাণ্ডব চালিয়েছিলেন ট্রাভিস হেড। বিরাট কোহলিদের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলা হেড আজও বিধ্বংসী শুরু করেছিলেন।

৩১ বলের ৬৭ রানের ইনিংস ঝড়েরই সাক্ষ্য দেয়। তবে আজকের নায়ক ঈশান কিষান। বিধ্বংসী এক সেঞ্চুরিতে হায়দরাবাদের হয়ে অভিষেকটাও রাঙিয়েছেন বাঁহাতি ব্যাটার।

মুম্বাই ইন্ডিয়ানসের বাইরে এবারই প্রথম অন্য কোনো দলের হয়ে আইপিএলে খেলছেন কিষান।

আগের ৭ আসরে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও নতুন দল হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই কাঙ্খিত তিন অঙ্কের দেখা পেলেন তিনি। সেটিও বিধ্বংসীরূপে। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। ২২৫.৫৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কার বিপরীতে ১১ চারে।

২০২০ আইপিএলে অবশ্য সেঞ্চুরির খুব কাছেই গিয়েছিলেন কিষান।

বেঙ্গালুরুর বাঁহাতি পেসার ইসুরু উদানার বলে ৯৯ রানে আউট হওয়ায় স্বপ্ন ভঙ্গ হয় তার। দুবাইয়ে না পারলেও সেই স্বপ্ন ৫ বছর পর ঠিকই পূর্ণ করলেন ২৬ বছর বয়সী ব্যাটার।

LEAVE A REPLY