অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

সংগৃহীত ছবি

ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ২০২২ সালের ২৪ মার্চ (আজকের দিনে) মৃত্যু হয় তার। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার জীবনের প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তর “অপরাধী” হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র “পথভোলা”।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রভাত রায়ের লাঠি, স্বপন সাহার লেখা বকুল প্রিয়া, পবিত্র পপি, সজনী আমার সোহাগ এবং চাওয়া পাওয়া। তিনি বাঙালি অভিনেতা প্রশান্ত চ্যাটার্জির ছেলে। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

অভিষেক চ্যাটার্জি ৫৭ বছর বয়সে ২০২২ সালের (২৪ মার্চ) কলকাতায় তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

LEAVE A REPLY