দোটানায় তটিনী

সংগৃহীত ছবি

একদিকে ভালোবাসার মানুষকে ধরে রাখা, অন্যদিকে সর্বহারা পরিবারের দায়িত্ব নিয়েছে ছোঁয়া। বিয়ে করে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ছোট ভাই-বোনকে দেখার মতো আর কেউ নেই। না খেয়েই তাদের মরতে হবে।

এমন অবস্থায় ছোঁয়া কী করবে? ভালোবাসার অগ্নিপরীক্ষায় দিন পার করছেন তিনি।

পর্দায় এমনই এক গল্পে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। যেখানে তার চরিত্রের নাম ছোঁয়া। আবির চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

Totini-Yash

নির্মাতা বলেন, ‘এ নাটকের গল্পে দর্শক ভালোবাসার অন্য রকম একটি গল্প পাবেন।

আসলে ভালোবাসার মানুষকে পাওয়া খুব সহজ না। আবার কেউ তার ভালোবাসার মানুষকে হারাতেও চায় না। এমনই একটি গল্পে এ নাটকটি নির্মাণ করেছি।’ 

জামাল হোসেন প্রযোজিত, মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটিতে আরো অভিনয় করেছেন সাদিয়া তানজিন, আমানুল হক হেলাল প্রমুখ। আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।

LEAVE A REPLY