মুক্তির অনুমতি পেল শিহাব শাহীনের ‘দাগি’

সংগৃহীত ছবি

প্রায় দশ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ ইতিমধ্যে জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

সিনেমাটি দেখা শেষে মুক্তির অনুমতি পেল। এবার আর সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না।

সোমবার সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেল ‘দাগি’, যা সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত।

May be an image of text that says 'U ស្ទាតមាន ក្នាា সরকায়ত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সনদ নম্বর এলএফ-/ ひ0〇re এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে---- বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র- সনদপত্র "দগিি" অदি...৪.०७.২49 তারিখ ¥8.029. 七〇々の বাংলাদেশ চলচত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর a ধারা অনুযায়ী বাংলাদেশে সর্বসাধারণের মাঝে প্রদর্শনের জন্য অনুমোদন করা হইল। আবেদনকারী-- আবেদাে..াহিরিয়ররে শহিরিয়ারে করির কুইয়া (শাহরিমার শাশিগল) প্রযোজক---- ররো্........াা.েমোরে শহস্মার কবির ইমা (শাহেেরিিয়রে শাকিল) পরিচালক- মিনহন শাহীন চলচ্িত্রের ফরমেট-- ভিজগল ধধশণ শখমি. চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড'

এর আগে সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখা শেষে ‘দাগি’র ভূয়সী প্রশংসা করেছিলেন এর সদস্যরা। জানিয়েছিলেন,  ছবিটি দারুণ।

আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু দেখতে পাবে।

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’ দিয়ে প্রায় ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

 এতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

LEAVE A REPLY