‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম ইকবাল।

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি এখনো সুস্থ হননি তিনি। বাংলাদেশের সাবেক ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে।

তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই প্রার্থনা করেছেন।

দেশের কিংবদন্তি ওপেনারের সুস্থতায় পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সাভারের হাসপাতালে ছুটে গেছেন সভাপতি ফারুক আহমেদও। তামিমকে সুস্থ করতে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সব চিকিৎসক ও বিশেষজ্ঞের প্রতি আমরা কৃতজ্ঞ।

তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের আপডেট জানতে প্রধান উপদেষ্টার অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।’

দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহায়তা বিসিবি করবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।

তার দ্রুত সুস্থতার জন্য সব রকমের সহায়তা করবে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।’

আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

LEAVE A REPLY