চাহালের সাবেক স্ত্রীকে ‘গোল্ড ডিগার’ বলা পোস্টে রোহিতের স্ত্রীর প্রতিক্রিয়া ভাইরাল

সম্প্রতি বান্দ্রার ফ্যামিলি কোর্ট ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে। ভারতীয় প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্বামী চাহালের কাছ থেকে ৪.৭৫ কোটি টাকা ভরণপোষণ বাবদ পেয়েছেন। এই খবরে ইতোমধ্যেই অনলাইন দুনিয়ায় চর্চা শুরু হয়েছে।  আর এরইমাঝে আরেক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহের এক প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে, যেখানে ধনশ্রীকে ‘গোল্ড ডিগার’ বলা একটি পোস্টে তিনি ‘লাইক’ দিয়েছেন।

অনলাইনে ধনশ্রীকে নিয়ে করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে ভারতীয় সাংবাদিক শুভঙ্কর মিশ্রা ধনশ্রী বর্মাকে নিয়ে মন্তব্য করেছেন এবং তাকে ‘গোল্ড ডিগার’ বলা উচিত বলেই মনে করেন। 

ভিডিওতে শুভঙ্কর বলেন, চাহালের অনেক ভক্ত ধনশ্রীকে ট্রোল করেছেন, তবে যদি তার কাছে অর্থ থাকে, তাহলে সেটাই তাকে ক্ষমতা ও আত্মবিশ্বাস দেয়। কিন্তু তারপর তিনি প্রশ্ন তোলেন, ধনশ্রীর ‘সেল্ফ-মেড’ বা ‘নিজে নিজের জায়গায় পৌঁছেছেন’ এমন দাবি নিয়ে।

ভিডিওতে ধনশ্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে চাহাল এখন আপনাকে ব্যঙ্গ করার জন্য ‘বি ইউর ওউন সুগার ডেডি’ লেখা টি-শার্ট পরছে কিংবা যারা আপনাকে ‘গোল্ড-ডিগার’ বলছে, সেইসব বিষয় নিয়ে খুব বেশি আপত্তি করা আপনার উচিত নয়, কারণ আপনি তো টাকা নিচ্ছেন।’

এই ভিডিওটি একটি ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়। এর শিরোনাম দেওয়া হয় ‘আজকের দুনিয়ার কঠিন বাস্তবতা।  কিন্তু নেট দুনিয়াই যা তুলপাড় করছে, তা হলো—এই পোস্টে ঋতিকা সাজদেহের ‘লাইক’।

তার মানে তিনিই এই সাংবাদিকের মতামতে সমর্থন দিচ্ছেন।  এই ঘটনা নেটিজেনদের বেশ অবাক করেছে এবং তারা কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছেন নানা প্রতিক্রিয়ায়। 

কেউ লিখেছেন, লাইক বাই রিতিকা।  আবার কেউ লিখেছেন, ‘রিতিকা ভাবি লাইক দিয়েছেন’। 

আরেকজন ধনশ্রীকে উদ্দেশ করে লেখেন, ‘৪.৫ কোটি টাকা ভরণপোষণে নিয়েছেন, অথচ ইনস্টাগ্রামে ৬ মিলিয়ন ফলোয়ারস!’

২০২০ সালে কোভিড-১৯ প্যান্ডেমিক চলাকালীন প্রেমে পড়ে বিয়ে করেছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। তবে খুব তাড়াতাড়ি তাদের সম্পর্কে ফাটল ধরে এবং ২০২২ সালের জুন মাসে তারা আলাদা থাকা শুরু করেন। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০ মার্চ ২০২৫ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।

LEAVE A REPLY