রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি প্রধান মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, দুর্ঘটনার ফলে বাসে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন এবং প্রায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল বিঘ্নিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ক্রিমিয়ার সিম্ফেরোপোল জেলার সিম্ফেরোপোল-ইয়েভপাটোরিয়া মহাসড়কে ঘটেছে। সেখানে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিল।
উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই বাসের যাত্রীদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এদিকে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তকারীরা একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে মোট ২৫ জন উদ্ধারকর্মী এবং ৯টি বিশেষ যানবাহন মোতায়েন করা হয়।