মাসুকা নাসরীন রাকা
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় নেই তিনি। এবার ওস্তাদ জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত ‘ডিজিটাল প্রেম’ ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় ফিরবেন রাকা। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ফিরছেন রাকা।
তার পরিচালনায় প্রথম চলচ্চিত্রের নাম ‘অন্তরে বাহিরে’। এ চলচ্চিত্রে অভিনয় করবেন একজোড়া নতুন মুখ।
দীর্ঘদিন পর পর্দায় ফেরা ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বললেন এ অভিনেত্রী। দীর্ঘ সময় পর আবারও ক্যামেরায় ব্যস্ত সময় পার করছেন জানিয়ে রাকা বলেন, ‘এই মুহুর্তে নিজের ছবি দুটি নিয়ে ব্যস্ত রয়েছি।
একটিতে অভিনয় করছি। ওস্তাদ জাহাঙ্গীরের পরিচালনায় ‘ডিজিটাল প্রেম’। আরেকটি নিজেই পরিচালনা করছি। আমার প্রথম পরিচালনা, সিনেমার নাম রেখেছি ‘অন্তরে বাহিরে’।
ওস্তাদ জাহাঙ্গীর অভিনয় করবেন। এটি একটি মার্শাল আর্ট নির্ভর সিনেমা হতে যাচ্ছে। এতে থাকবেন অ্যাকশন হিরো রুবেল, আলেকজেন্ডার বো’র মতো অভিনেতা। এছাড়াও নতুন প্রজন্মের জনপ্রিয় তারকাদেরও দেখা যাবে। ঈদের পর শুটিং শুরু করবো।
দীর্ঘ এক যুগের বেশি পর্দার বাইরে ছিলেন। এই সময়টায় কি নিয়ে ব্যস্ত ছিলেন জানতে চাইলে অভিনেত্রী কালের কণ্ঠকে বলেন, ‘গত কয়েক বছর পরিবারকে সময় দিয়েছি। সন্তান দুটি ছোট ছিল। তাদের লালন পালনেই সময় দিয়েছি। এছাড়া ব্যবসা নিয়েও ব্যস্ত ছিলাম। ‘ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট’ নামক একটি রিসোর্ট রয়েছে আমাদের। কক্সবাজারের পরিচিত একটি রিসোর্ট। এর পেছনেই সময় দিয়েছি। এখনও নিয়মিত ব্যবসা দেখাশোনা করতে হয়। সেই সঙ্গে পরিবারকে সময় দেই।’

আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘অভিনয় আমার ভালোবাসার জায়গা। আমি এটি ধারণ করি। তাই ফিরছি পর্দায়। ক্যামেরার বাইরে থাকলেও অপেক্ষায় ছিলাম কবে ফিরবো। পরিবারের দায়িত্বের ভিড়ে অনেক কিছু থেকেই সরে আসতে হয়েছে। এখন দুই ছেলে বড় হয়েছে। বড় ছেলে কলেজে পড়ে আর ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে। লেখাপড়ার পাশাপাশি মার্শাল আর্টেও তারা দক্ষ। সবমিলিয়ে এখন কিছুটা নিজেকে মুক্ত করতে পেরেছি। তাই আবারও ক্যামেরায় ফেরার সিদ্ধান্ত। সন্তানদের জন্য দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় আর পরিচালনাতেও আমি নিয়মিত হবো।’
চলমান প্রজেক্ট ছাড়া হাতে অন্য কোনো নতুন কাজ রয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এখন আমি নিজের সিনেমাগুলো নিয়েই ব্যস্ত। বিশেষ করে প্রথম পরিচালিত সিনেমাটিতে ফোকাস রাখছি। এতোদিন পর ফিরছি। আমার কাজ দেখে নির্মাতারা আমাকে নিয়ে নতুন করে ভাবলে কাজের প্রস্তাব আসবে। সেভাবেই আগাবো।’

মানবিক গুণের কখনোই মৃত্যু হয় না : হানিফ সংকেত
চিত্রনায়িকা রাকা ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ) এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্য চর্চায় যুক্ত হন। থিয়েটারের প্রযোজনা সাতঘাটের কানাকড়ি, কাজী নজরুল ইসলামের রাক্ষসী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা ও রূপভান নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক তথাপি, মাটির মায়া, আপন নিবাস, অতন্ত্র প্রহরী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বিটিভির সাপ্তাহিক নাটক আমরা দুটি ভাই কোথাও ক্ষরণসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া বেশকিছু প্যাকেজ নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় মার্শাল আর্ট ভিত্তিক অনুষ্ঠানেও নিয়মিত অংশগ্রহণ করেন।
বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর ‘আমি নারী’ ছবির মাধ্যমে নব্বই দশকে প্রথমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন রাকা। ১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর ‘সুন্দরী মিস বাংলাদেশ’ চলচ্চিত্রের মাধ্যমে বানিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন রাকা। সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর রাকা অভিনয় করেন কুংফু নায়ক, পেশাদার খুনী, নীল নকসা, ওস্তাদ এর ওস্তাদ, ডাইরেক্ট এ্যাকশন, জলন্ত বিস্ফোরন, লাল চোখ, লোহার শিকল, মরন নিশান, ক্যাপ্টেন মারুফ, পিতা পুত্রের গল্প, অশান্ত ভালোবাসাসহ অনেক চলচ্চিত্রে। এসকল চলচ্চিত্রে চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, রুবেল, ওস্তাদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, আসাদুজ্জান নূর, আলেকজান্ডার বো প্রমূখ।