আঙুল দেখিয়ে রদ্রিগোকে খোঁচা মারছেন পারদেস। ছবি : এক্স থেকে
আর্জেন্টিনার ঘরের মাঠে খেলতে নামার আগে তাদেরকেই গুঁড়িয়ে দেওয়ার হুংকার দিয়েছিলেন রাফিনিয়া। প্রতিপক্ষের ফরোয়ার্ডের এমন হুংকার যে কোনো দলের খেলোয়াড়ই সহ্য করার নয়, তার প্রমাণ যেন দিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। মনুমেন্তালে ম্যাচ শুরুর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদেরই উড়িয়ে দিল আলবিসেলেস্তারা।
ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর মুখেও কথার জবাব দিয়েছেন নিকোলাস ওতামেন্ডি-লিয়ান্দ্রো পারদেসরা।
ম্যাচের ৩৮ মিনিটে নিকোলাস তালিয়াফিকোর কড়া ট্যাকলের শিকার হওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে ফেলে দেন রাফিনিয়া। সেই রেশ ধরেই এক পর্যায়ে ওতামেন্ডির সঙ্গেও কথা-কাটাকাটি হয় বার্সেলোনার ফরোয়ার্ডের। তখন হাত দিয়ে ইঙ্গিত করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কম কথা বলতে বলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার।
পরে ম্যাচ শেষে বের হওয়ার সময়ও আর্জেন্টিনার চারজন ফুটবলারেরর কাছে উপহাসের পাত্র হন রাফিনিয়া।
আবার ম্যাচ শেষে সামাজিক মাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলের নায়ক এনজো ফার্নান্দেজ লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থাকো রাফিনিয়া।’ তবে তার ফাউলের শিকারের সময় কথার লড়াইটা জমে ওঠে রদ্রিগো এবং পারদেসের মধ্যে। তাতে বেশি খোঁচার শিকার হন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগোই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘তুমি খুব খারাপ মানুষ।
’ তার জবাবে পারদেস তার ক্যারিয়ার অর্জন টেনে বলেন, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই।’ বলার সময় হাতের আঙুল দিয়ে বুঝিয়েও দিচ্ছিলেন পারদেস।
সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়া-উরুগুয়ের ম্যাচ ড্র হওয়ায় ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।
পরে ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে যেন আনন্দটা উদযাপনই করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে বাকি তিন গোল করেছেন-হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমিওনে। অন্যদিকে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস কুনহা।