আমির খান
তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আমির খান। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’।
কীরকম কন্টেন্ট থাকবে সেখানে? সেকথাও জানিয়েছেন খান সাহেব।
‘
আমির খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘বন্ধুরা, অনেক দিন ধরেই আমার মনে হয়েছিল যে আমার ক্যারিয়ারে করা সিনেমাগুলো এবং আমার কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমি এবার এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। প্রতিটি বড় দৃশ্যের পিছনে একটি ছোট গল্প থাকে।
তাই আমার সবসময় মনে হয়েছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমি আপনাদের সঙ্গে এই সব শেয়ার করতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমি কখনওই এটা করে উঠতে পারিনি। আমি আমির খান প্রোডাকশনের ওয়েবসাইটও তৈরি করেছি। যেটি শীঘ্রই আসতে চলেছে।
’আরো পড়ুন
একইসঙ্গে অভিনেতা ঘোষণা করেন, “অবশেষে আমরা ‘আমির খান টকিজ’ নামে ইউটিউব চ্যানেল চালু করেছি। যা আমি অনেক বছর ধরে করার কথা ভাবছিলাম এবং অবশেষে আমি এটি তৈরি করেছি।” তিনি আরও উল্লেখ করেছেন, যারা বছরের পর বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, টেকনিশিয়ান থেকে পরিচালক এবং লেখকদের কথা উঠে আসবে সেখানে। এছাড়াও তিনি নিজের জীবনেরও কিছু বিষয় শেয়ার করবেন।
সম্প্রতি নতুন করে প্রেমের ঘোষণায় বেশ আলোচনায় আসেন এ অভিনেতা।
তার প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। নিজের ৬০তম জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে আনেন আমির। অভিনেতা প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছেন আমির খান।