ইফতার পার্টিতে শান (ডানে)
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক শান। যার সুরের জাদুতে বুদ হয়ে থাকে লাখো অনুরাগী। বলতে গেলে সবসময় ভক্ত অনুরাগীদের ভালোবাসাতেই থাকতে দেখা যায় শানকে। নেই কোনো বিতর্কে।
তবে সবার প্রিয় শানকে নিয়েই এবার বাঁধল বিতর্ক। ইফতার পার্টিতে যোগ দেওয়ায় ‘কাফের’ বলে ডাকা হচ্ছে এ গায়ককে!
সম্প্রতি মুম্বাইয়ের খ্যাতনামা পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শান। রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন গায়ক। বিশেষ করে নেটিজেনদের নজর কেড়েছে শানের সাজপোশাক।
তবে একাংশ আবার ইফতার পার্টিতে গায়ককে দেখে ক্ষেপেছেন! ‘হিন্দু হয়ে ইফতারে কেন?’, প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ২০০৬ সালের ‘ফানা’ সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ সিফারিশ’ গাইছেন শান। গানটি মুলত তারই গাওয়া। সেই গান ধরেই আসিফ ভামলার ইফতার পার্টি মাতিয়ে দেন গায়ক।
পরনে সাদা কুর্তা-পাজামা। গলায় সবুজ উত্তরীয়। মাথায় সাদা কাশ্মীরি টুপি। হাসিমুখে সকলের সঙ্গে আলাপচারিতা সেরে অনুরাগীদের সেলফির আবদার মেটাতেও দেখা যায় শানকে। উপস্থিত ছিলেন গায়ক স্টিবেন বেনও।
শানের সেই সৌহার্দমূলক ভিডিও দেখে যখন অনুরাগীরা তৃপ্ত, তখন নেটিজেনদের একাংশ ধর্ম নিয়ে কটাক্ষ শুরু করেছেন জনপ্রিয় এ গায়ককে।
‘
সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্নরকম বিদ্রুপমুলক মন্তব্য। একজন লিখেছেন, ‘কাফের’। অপরজনের মন্তব্য, ‘কোনো দিন কোনো মুসলিমকে দেখেছেন হিন্দু উৎসবে সামিল হতে?’ অন্যজন লেখেন, ‘মৌলানা শান’! অন্য আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘কী দরকার ছিল এসব পোশাক পরে যাওয়ার’। কারো মন্তব্য, ‘ইসলামকে কেন নিয়ে এসব উপহাস কেন! এসব গান, তাও রমজান মাসে, একটু তো লজ্জা পাও!’
বিগত কয়েক দশকের ক্যারিয়ারে একাধিক হিট গান উপহার দিয়েছেন শান। যা বর্তমান প্রজন্মের মাঝেও জনপ্রিয়। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় ‘ব্যোম ব্যোম ভোলে’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে।