দোরিভালের ভবিষ্যৎ অনিশ্চিত, আবারও আলোচনায় আনচেলোত্তি

দোরিভাল জুনিয়র। ছবি : এএফপি

বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে ব্রাজিলকে একেবারে দুমড়েমুচড়ে দিয়েছে আর্জেন্টিনা। এমন বাজে ফলাফলের পর গদি টালমাটাল হয়ে পড়েছে কোচ দোরিভাল জুনিয়রের! তাঁকে সরিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তিকে নিয়োগ দেওয়ার গুঞ্জনও শুরু হয়ে গেছে আবার ফুটবল দুনিয়ায়।

কিছুদিন আগেও দোরিভালের প্রতি প্রকাশ্যে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস! কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বড় পরাজয়ের পর পুনর্নির্বাচিত রোদ্রিগেস অন্য ভাবনা যে ভাববেন না তা কে বলতে পারে! দোরিভাল অবশ্য স্বেচ্ছায় সরে না দাঁড়ানোর কথাই বলেছেন, ‘আমি কখনো পদত্যাগ করব না।’ খেলোয়াড়রাও কোচের পাশে আছেন।

রক্ষণভাগের সেনানি মার্কিনিওস বড় হারের দায় নিজেদের কাঁধে নিয়ে বলছিলেন, ‘এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও।’

দোরিভালের জমানায় ১৬ ম্যাচ খেলে সাতটি জয়ের বিপরীতে তিনটি হেরে অন্য ছয় ম্যাচে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নানা চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে সেলেসাওদের। তবে শেষ অবধি সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট হয়তো কাটবে তারা।

এই লক্ষ্য অর্জনে আরো চারটি ম্যাচ হাতে পাবেন দোরিভাল। ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের বাকি চার ম্যাচেই হয়তো ঝুলে আছে ব্রাজিল কোচের ভাগ্য! তবে মনুমেন্তালের মতো আরেকটা বিপর্যয় ঘটলে এর আগে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হতে পারে বরখাস্তের চিঠি। অনেক দিন ধরেই কিন্তু রিয়াল কোচ আনচেলোত্তির দিকে নজর এদনালদোদের! ইএসপিএন

LEAVE A REPLY