পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ব্রেসওয়েল

মাইকেল ব্রেসওয়েল। ছবি : আইসিসি

আইপিএলের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। তার বদলে অধিনায়কত্ব করার কথা ছিলো টম ল্যাথামের। কিন্তু চোটের কারণে ছিটকে গেলেন বদলি অধিনায়কও। 

ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে,   ব্ল্যাকক্যাপস ওয়ানডে উইকেটরক্ষক ব্যাটসম্যান ল্যাথাম ডান হাতের হাড়ে চিড় ধরায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।

ল্যাথামের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বের টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপস কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন হেনরি নিকোলস ল্যাথামের জায়গায় দলে যোগ দেবেন, এবং মিচ হেই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

স্টিড জানান টি-টোয়েন্টির মতন ওয়ানডেও সামাল দিতে পারবেন ব্রেসওয়েল, ‘মাইকেলের হাতে দল নিরাপদ, টি-টোয়েন্টি সিরিজ জুড়ে দুর্দান্ত কাজ করেছেন।

শুধু অধিনায়ক না, ল্যাথামের ল্যাথামের অনুপস্থিতিতে বিকল্প উইকেটরক্ষকও খুঁজতে হচ্ছে নিউজিল্যান্ডকে। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে মিচ হেয়কে। এছাড়া স্কোয়াডে যুক্ত হয়েছেন হেনরি নিকোলস, যিনি সম্প্রতি তিন মাসের ইনজুরি কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন।

এদিকে, প্রথম সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকতে নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচের পর উইল ইয়ং স্কোয়াড থেকে বিদায় নেবেন।

শেস দুই ম্যাচে ইয়ংয়ের জায়গায় ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার রিস মারিউ। 

পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়মিত তারকা কেন উইলিয়ামসন ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া দলে আছেন আরো দুই নবাগত খেলোয়াড় মুহাম্মদ আব্বাস ও নিক কেলি। ফলে তুলনামূলক তরুণ দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

LEAVE A REPLY