ফেরার স্বপ্ন না দেখাটা বোকামি, বলছেন বেয়ারস্টো

ইংল্যান্ডের জার্সিতে আবারো মাঠ মাতাতে চান বেয়ারস্টো। ছবি : ক্রিকইনফো

ছন্দহীনতার কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো। আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রায় ৯ মাস আজ। সেই সঙ্গে জীবনের বয়সও পাল্লা দিয়ে বাড়ছে তার। তবু জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া ৩৫ বছর বয়সী ব্যাটার।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও পুনরায় ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন না দেখাটা বোকামি হবে বলে মনে করেন বেয়ারস্টো। তাই ইয়র্কশায়ারের হয়ে গ্রীষ্মের মৌসুম মাতিয়ে জাতীয় দলে জায়গা পেতে চান তিনি। পুনরায় খেলার জন্য অবশ্য তাকে অবিশ্বাস্য পারফরম্যান্সই করতে হবে। কেননা মাঝে টেস্ট সংস্করণে একের পর এক উইকেটরক্ষক-ব্যাটার পরিবর্তন হলেও তাকে ডাকা হয়নি।

উল্টো অনিয়মিত হিসেবে ব্যাটার ওলি পোপকেও গ্লাভস হাতে দাঁড় করানো হয়েছে।

এক সময় ইংল্যান্ড দলের তিন সংস্করণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেয়ারস্টো। এখন বাদ পড়লেও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তিনি। তাই উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘হ্যাঁ, কারণ এখনো কেন্দ্রীয় চুক্তিতে আছি আমি।

উল্টো আশা না করাটাই হবে বোকামি। সব কিছুর মূল উদ্দেশ্যই হলো ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করা। সবার জন্যই সেটি চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকেই চাই এগিয়ে যেতে এবং এটা (ইংল্যান্ড জার্সিতে খেলতে) করতে।’

ইয়র্কশায়ারের হয়েই ইংল্যান্ড দলে ফেরার কথা জানিয়ে বেয়ারস্টো বলেছেন, ‘দুই বছরের চুক্তিতে রাখা হয়েছিল, সেখানে আমার কোনো হাত ছিল না।

এখনো সেই আবহেই থাকতে চাই। প্রাক-মৌসুমে ইয়র্কশায়ারে ছিলাম এবং যা করা সম্ভব, সবই করেছি। প্রাক-মৌসুমের পর এবার ইয়র্কশায়ারের হয়ে মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছি। ড্রেসিং রুমের সবার জন্য সেরাটা করতেই মুখিয়ে আছি, দেখতে হবে দল হিসেবে কোনটা আমাদের জন্য সেরা। পুরোটাই আমার নিয়ন্ত্রণে নেই। এটা (দলে নেওয়া) আমার পছন্দ না। বন্দুক লোড করতে পারলেও ট্রিগার তো টানতে পারব না। দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

LEAVE A REPLY