লিটন-রিশাদ-নাহিদ যেন ঈদের উপহারই পেলেন। ছবি : সংগৃহীত
ঈদের উপহারই যেন পেলেন রিশাদ হোসেন-লিটন দাস-নাহিদ রানারা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ফলে তাদের খেলতে যাওয়া নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল তা বাতাসেই মিইয়ে গেল।
গুঞ্জন ছিল পিএসএল শুরুর সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ থাকায় তাদের অনাপত্তিপত্র নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে তা হয়নি। রিশাদ-লিটন-নাহিদদের খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
অনাপত্তিপত্র পেলেও রিশাদ-লিটনের মতো পুরো টুর্নামেন্টে খেলার অনুমতি পাননি নাহিদ। আগামী ২৫ এপ্রিলের পর থেকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন বাংলাদেশের গতিতারকা।
তার ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসিকে সিদ্বান্ত নিতে দিন, বলেছেন স্কালোনি
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের ‘গোল্ড’ ক্যাটাগরি থেকে নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি। অন্যদিকে ‘সিলভার’ ক্যাটাগরি থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস এবং একই ক্যাটাগরি থেকে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। তিনজনই প্রথমবারের মতো পিএসএলের টুর্নামেন্টে খেলবেন।
আসলে ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএল দিয়েই প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন নাহিদ ও রিশাদ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেলেও পরে খেলতে যেতে পারেননি রিশাদ। দুই বোলারের প্রথমবার হলেও লিটন এর আগে আইপিএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন।