মিস ইউনিভার্স হিসাবে সমাজে আমার দায়বদ্ধতা বেশি

‘মিস ইউনিভার্স ২০২৪’-এ মেক্সিকোতে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের আনিকা আলম। তিনি একজন মেকাপ আর্টিস্ট। বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে ‘জিরো হাঙ্গার’ নিয়ে কাজ করছেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নও নিয়ে সোচ্চার। যুগান্তরের সঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার অনুভূতি কেমন?

আনিকা আলম: এটা আসলেই বোঝানো কঠিন। এটি পৃথিবীর সব থেকে প্রেস্টিজিয়াস বিউটি প্যাজেন্ট। এ প্ল্যাটফর্মে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এর থেকে আর গর্বের বিষয় হতে পারে না। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।

প্রতিযোগিতার মঞ্চে আপনার জার্নি কেমন ছিল?

আনিকা আলম: জীবনে এ রকম সুযোগ এবং অভিজ্ঞতা একবারই আসে। ওখান থেকে এতকিছু শিখেছি যা অল্প কথায় বলা কঠিন। কিন্তু একটা ঘটনা বলতে পারি, আমার ইন্টারভিউর দিনে যখন প্রশ্ন করা হয় তখন সবাই বাংলাদেশ নিয়ে অনেক আগ্রহ দেখাল, বাংলাদেশ কেমন, দেশের কালচার, মানুষ নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। বাংলাদেশ নিয়ে মানুষের এত আগ্রহ সত্যিই আমাকে অনেক মুগ্ধ করেছে।

‘মিস ইউনিভার্স’ টাইটেল ব্যবহার করে অনেকেই সমাজকর্মী, রাজনীতিবিদ, উদ্যোক্তা আবার কেউ মিডিয়াকর্মী হয়েছেন। আপনি এ টাইটেল কীভাবে ব্যবহার করতে চান?

আনিকা আলম: আমি ‘জিরো হাঙ্গার’ নিয়ে কাজ করছি, সেটা চালিয়ে যেতে চাই। পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই। একজন মেকআপ আর্টিস্ট হিসাবে সুবিধাবঞ্চিত মেয়েদের মেকআপ শিখিয়ে তাদের এ পেশায় সহযোগিতা করতে চাই। তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। পাশাপাশি নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল হিসাবে গড়ে তুলতে চাই।

শিল্পীদের সামাজিক দায় থাকে। আপনি কী মনে করেন?

আনিকা আলম: অবশ্যই, আমার মনে হয় শুধু শিল্পী হিসাবে নয়, প্রতিটি মানুষেরই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। অনেকের থেকে আমার দায়বদ্ধতা একটু বেশি। আমি ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার টাইটেল ব্যবহার করে সেটার বেস্ট আউটকাম আমার সমাজকে দিতে চাই।

কোন দায় থেকে ‘জিরো হাঙ্গার’ নিয়ে কাজ করছেন?

আনিকা আলম: জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে একটি ‘জিরো হাঙ্গার’। বাংলাদেশে একটা মানুষকেও যেন না খেয়ে থাকতে না হয়, এ লক্ষ্যেই আমার কাজ করা। আমি আরও অনেককেই এ বিষয় নিয়ে কাজ করতে ইন্সপায়ার করতে চাই।

নারীর ক্ষমতায়ন নিয়ে আপনার পরিকল্পনা কী?

আনিকা আলম: নারীর ক্ষমতায়ন নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। প্রথমে যেটা নিয়ে কাজ করতে চাই, সুবিধাবঞ্চিত মেয়েদের মেকআপ কোর্স করিয়ে তাদের এ পেশায় সাহায্য করা। যেন তারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

LEAVE A REPLY