সিগন্যাল কেলেঙ্কারি: তদন্ত চান ট্রাম্পের দলের সিনেটররাও

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরাও প্রথা ভেঙে সিগন্যাল কেলেঙ্কারির উচ্চতর তদন্তের আহ্বান জানিয়েছেন। কীভাবে স্পর্শকাতর চ্যাট গ্রুপের তথ্য ফাঁস হলো, তা নিয়ে তারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ‘বড় ধরনের রাজনৈতিক সমস্যা’ হিসেবে দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।

আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিলকে বলেছেন, ‘মিলেমিশে কাজ না করার ফলেই এমন ঘটনা ঘটে।’

বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘সিগন্যালে’ সামরিক পরিকল্পনা–সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সোমবার এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করছেন। এবার তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটররাও যোগ দিয়েছেন।

ওই গ্রুপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজসহ ট্রাম্পের নিরাপত্তা দলের আরও কিছু জ্যেষ্ঠ সদস্য যুক্ত ছিলেন। এতে যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিক সম্পাদক জেফরি গোল্ডবার্গকে ‘ভুলবশত’ যুক্ত করা হয়েছিল। গ্রুপটিতে সম্প্রতি ইয়েমেন চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বুধবার সকালে সিগন্যালের গ্রুপে আলোচনার বিস্তারিত প্রকাশ করে আটলান্টিক। এতে দেখা যায়, চ্যাটে ইয়েমেনে হামলার লক্ষ্যবস্তু, হামলার সময়, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় গত মঙ্গল ও বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে শুনানি হয়। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন‌ র‍্যাটক্লিফ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলসহ ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিভাগের অন্য শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাদের প্রায় সবার দাবি, চ্যাটে ‘রাষ্ট্রীয় গোপনীয় কোনো তথ্য’ ফাঁস হয়নি।

দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় সিনেটররা সিনেট আর্মড সার্ভিসেস কমিটি এবং সিনেট ইন্টেলিজেন্স কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিকে সিগন্যাল কেলেঙ্কারি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেটর ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ার রজার উইকার দ্য হিলকে বলেন, এই কেলেঙ্কারি তদন্তের জন্য প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শককে আহ্বান জানাবেন তিনি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ‘ভুলবশত’ গোল্ডবার্গকে চ্যাট গ্রুপে যুক্ত করেছিলেন বলে খবর বেরিয়েছে। তিনি মঙ্গলবার ফক্স নিউজকে বলেন, চ্যাট ফাঁসের ‘পুরো দায়দায়িত্ব’ তিনি নিচ্ছেন। তবে চ্যাট কীভাবে ফাঁস হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সাংবাদিক গোল্ডবার্গের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ। গোল্ডবার্গ যা করেছেন সেটাকে ‘সাংবাদিকদের নিচতলার নোংরামি’ আখ্যায়িত করেছেন ওয়ালৎজ। চ্যাট গ্রুপটি নিজে শুরু করেছিলেন বলেও জানান তিনি। ওয়ালৎজ বলেন, আমি অজান্তে একটি নম্বর গ্রুপে যুক্ত করেছিলাম। সেটিই সম্ভবত গোল্ডবার্গের নম্বর।

মাইক ওয়ালৎজ ফক্স নিউজকে বলেন, ‘নিশ্চিত থাকুন, গ্রুপে আমি এই হতভাগাকে (গোল্ডবার্গকে) খেয়াল করিনি। তাকে অন্য কেউ মনে করেছিলাম।’

LEAVE A REPLY