ডজনখানেক নাটক নিয়ে ঈদ ব্যস্ততায় কেয়া পায়েল

কেয়া পায়েল

মডেলিং ও অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। বছরজুড়েই তাঁর ব্যস্ততা থাকে। এই ঈদে তাঁর অভিনীত এক ডজন নাটক আসবে।

ঈদ পরিকল্পনা নিয়ে অভিনেত্রী কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে। শুনেছেন কামরুল ইসলাম।

ঈদের নাটক

ঈদকেন্দ্রিক অনেক নাটক নির্মিত হয়। নানা কারণে কিছু নাটকের প্রচার পিছিয়ে যায়।

ফলে পূর্ণাঙ্গ তালিকা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। পায়েল জানালেন, তাঁর অভিনীত ডজনখানেক নাটক আসবে ঈদে। এর মধ্যে রয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘ডাকাতিয়া প্রেম’, সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘স্পাইস অব লাভ’, আশিকুর রহমানের ‘মানুষ কী বলবে’, মেহেদী রনির ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, মহিদুল মহিমের ‘হ্যালো গায়েজ’, মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, তৌফিকুল ইসলামের ‘বাজি’ ও আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’।

10
কেয়া পায়েল

অ্যাক্টরস চয়েস

একগুচ্ছ নাটক।

স্বাভাবিকভাবে সবগুলো নিয়েই উচ্ছ্বসিত পায়েল। তবু জানতে চাওয়া, কোন কোন নাটক থেকে তাঁর প্রত্যাশা বেশি? “খুব বেছে বেছেই কাজ করেছি। সবগুলো নাটক নিয়েই প্রত্যাশা ইতিবাচক। এর মধ্যে ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বাজি’, ‘হ্যালো গায়েজ’ নাটকগুলো নিয়ে বলতে চাই। সুন্দর গল্প আর বড় পরিসরে বানানো হয়েছে।

দর্শক পছন্দ করতে পারে”—বলেন পায়েল।

সহশিল্পীদের বন্দনা

অভিনয়ের শুরু থেকেই সমসাময়িক প্রায় সবার সঙ্গে কাজ করছেন পায়েল। ঈদের বেশির ভাগ নাটকে তাঁর সহশিল্পী ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। এর মধ্যে জোভানের সঙ্গে চারটি ও তৌসিফের সঙ্গে আসবে তিনটি নাটক। তাঁদের নিয়ে পায়েলের মন্তব্য, ‘দুজনেই অনেক সাপোর্টিভ। একদম ডে-ওয়ান থেকেই তাঁরা আমাকে সহযোগিতা করছেন। ফলে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। অনেক কম্ফোর্টেবল ফিল করি। ওভারঅল তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।’ 

চাঁদরাতের অপেক্ষা

একের পর এক নাটকের শুটিংয়ে অংশ নিতে হচ্ছে। যেন দম ফেলারও ফুরসত নেই! নিজের জন্য কিংবা পরিবারের জন্য সময় করে উঠতে পারছেন না। অপেক্ষায় আছেন চাঁদরাতের, তখনই মিলবে অবসর। পায়েল বলেন, ‘নিজের জন্য একদমই সময় পাচ্ছি না। চাঁদরাতের আগ পর্যন্ত শুটিংয়ের ব্যস্ততা। এ ছাড়া আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠানও আছে। সেখানেও সময় দেব। চাঁদরাত থেকে সাত-আট দিন কিংবা ১০ দিনের একটা বিরতি নেব। আরো লম্বাও হতে পারে। সিচুয়েশন বুঝে ছুটি কাটাব আরকি।’ 

পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ

পায়েলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ফলে এখানেই তাঁর ঈদ উদযাপন। ঈদের পরিকল্পনা জানতে চাইলে আপাতত বেশি কিছু বলতে পারলেন না। এতটুকু বললেন, ‘পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করি। এবারও তাই হবে। আর বন্ধুদের সঙ্গে একটু ঘোরাফেরা করব। ঈদের নাটকগুলো দেখব। নিজের পাশাপাশি অন্যদের কাজও দেখব।’

দেখবেন ঈদের ছবি

ঈদ উৎসবে বিনোদনের বৃহত্তম অনুষঙ্গ সিনেমা। বড় পর্দায় নতুন ছবি দেখার আমেজ প্রায় সবাই অনুভব করতে চান। ব্যতিক্রম পায়েলও। এই ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘বরবাদ’ দেখার পরিকল্পনা রয়েছে পায়েলের। মেহেদী হাসান হৃদয়ের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও ইধিকা পাল। পায়েল জানান, পরিবারের সদস্যদের নিয়ে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে যাবেন তিনি।

LEAVE A REPLY