‘আশিকি ৩’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন অভিনেত্রী শ্রীলীলা। কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। অনুরাগ বসুর এ ছবিতে রোমাঞ্চ করতে দেখা যাবে কার্তিক ও শ্রীলীলাকে।
সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই কার্তিক ও শ্রীলীলার অনুরাগীরা বেশ উত্তেজিত। কারণ, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এ জুটির প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন কার্তিক। ওই ছবিতে শ্রীলীলাও রয়েছে। এই ছবি দেখে অনুরাগীরা ভীষণ আনন্দ পেয়েছেন। কমেন্টও করেছেন তারা।
ছবিতে দেখা যাচ্ছে কার্তিক ও শ্রীলীলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে রয়েছেন। কার্তিক শ্রীলীলার দিকে তাকিয়ে আছেন, আর শ্রীলীলা লজ্জায় মাথা নিচু করে রয়েছেন। ছবিটিতে কার্তিকের লুক বেশ রাফ। দাড়ি লম্বা, চুলও লম্বা। শ্রীলীলা গোলাপী রঙের পোশাক পরেছেন, যাতে তাকে অসাধারণ দেখাচ্ছে। ছবিটি শেয়ার করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘তুই আমার জীবন।’
কার্তিক ও শ্রীলীলার এই পোস্টে নেটিজেনরা প্রচুর কমেন্ট করেছেন। বেশিরভাগ নেটিজেন এই জুটির প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আমি তোমাদের দুজনের এই ছবির কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন, ‘এখন আর প্রেমের অপেক্ষা করা যাচ্ছে না।’ কেউ লিখেছেন, ‘এটা হিট হবে বস।’ আর কেউ লিখেছেন, ‘আরেকটি ব্লকবাস্টার তৈরি হচ্ছে।’