‘ঈদ লাভ অ্যান্ড হ্যাপিনেস’-মিমের পোস্টের নিচে কমেন্টের বন্যা

সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদ-পার্বণে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসার বার্তা দিয়ে থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি।

মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন।রমজানে ইফতারও করে থাকেন। 

এবারের ঈদুল ফিতরে তিনি তার অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে ইংরেজিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ লাভ অ্যান্ড হ্যাপিনেস।’

মিম ঈদের শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি কয়েকটি ছবিও আপলোড করেছেন। এতে দেখা যাচ্ছে তিনি হাতে ঈদ উপলক্ষে মেহেদি দিয়ে হাত রাঙিয়েছেন। তার এমন শুভেচ্ছা বার্তা অনুরাগীরা ভীষণ পছন্দ করেছে। মন্তব্যের ঘরে সবাই তাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং প্রশংসা করছেন। এমআর রুবেল নামের একজন লিখেছেন, ‘ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চাই আমার ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং আপনার পরিবারের সকলের জন্য থাকবে ঈদ মোবারক।’ 

সবুজ খন্দকার নামের একজন লিখেছেন, ‘বাংলার মানুষ ইদের পর নির্বাচন চায়।’

মিম এবারের পবিত্র রমজান মাস উপলক্ষেও সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বিদ্যা সিনমা মিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এতে তিনি লিখেছিলেন, ‘রামাদান মুবারাক’। পাশে নতুন চাঁদের ইমোজি দিয়েছেন। পাশাপাশি তার একটি ছবিও পোস্ট করেছিলেন।

২০০৯ সালে মিম নির্মাতা জাকির হোসেন রাজু নির্মিত ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী।

LEAVE A REPLY