আদালতে সাক্ষ্য দিতে হাজি হন আনচেলত্তি। ছবি : এএফপি
রোমাঞ্চকর ড্রয়ে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের ফাইনালে তুলেই আদালতে ছুটতে হয়েছে কার্লো আনচেলত্তিকে। কর ফাঁকির জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা হওয়ায় মাদ্রিদের প্রাদেশিক কোর্টে সাক্ষ্য দিতে ইতালিয়ান কোচকে হাজির হতে হয়েছে।
স্পেনের আদালতকে সাক্ষ্য দেওয়ার সময় আনচেলত্তি জানিয়েছেন, জালিয়াতির কথা কখনোই চিন্তা করেননি তিনি। ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমার জন্য সব কিছু ঠিক ছিল।
আমি ভেবেছিলাম সব কিছুই স্বাভাবিক ছিল। কেননা সব সময় দেখেছি সব খেলোয়াড় এবং পূর্বের কোচদের ক্ষেত্রেও একই হয়েছে। খেলোয়াড়দের ইমেজ স্বত্ব বিক্রি হলেও কোচদের ক্ষেত্রে হয় না। তারা এটা বিক্রি করেন না।
’
আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ থাকার সময় বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন তিনি। মূল বেতন থেকে দিলেও ইমেজ স্বত্বর কর দেননি রিয়াল কোচ। এ জন্য ৬৫ বছর বয়সী কোচের শাস্তি ৪ বছর ৯ মাস চেয়েছেন প্রসিকিউটররা। সঙ্গে আদালতের কাছে বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকার বেশি জরিমানার আবেদনও করেন তারা।
শুধু আনচেলত্তি নন, সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় খেলোয়াড় ও কোচদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়েছে। ২০১৭ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড লিওনেল মেসি বাংলাদেশি মুদ্রায় ৩ কোটির বেশি জরিমানা দিয়ে মুক্তি পান। সে সময় ২১ মাসের কারাদণ্ড হয়েছিল আর্জেন্টিনার অধিনায়কের। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ২০১৯ সালে বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়। এ ছাড়া রিয়ালের সাবেক ম্যানেজার জোসে মরিনহোকেও বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়।
গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে রিয়াল। প্রথম লেগে ১-০ গোলের জয় পাওয়ায়, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনালে ওঠেছে লস ব্ল্যাংকোসরা।