গাজাবাসীর পক্ষে উত্তাল শোবিজ অঙ্গন
ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা চলছেই। গত কয়েকদিনের ইসরায়েলের বর্বর হামলার নৃশংসতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সেনারা সেখানকার শিশু নারী বৃদ্ধসহ সকল শ্রেনির হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে। আহত হচ্ছেন লাখ লাখ মানুষ।
তাদের কান্নায় এবং নিহতদের লাশের গন্ধে গাজার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। গাজায় এ বর্বর হামলায় বিশ্ব মানবতা আজ ভূলুন্ঠিত। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। বাংলাদেশেও নানা শ্রেনি-পেশার মানুষ নিজ নিজ অবস্থানে থেকে গাজায় ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়ে আসছেন।এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। গাজায় হামলার প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারা।
ঢালিউড কিং শাকিব খান, তুখোড় অভিনেতা মিশা সওদাগর সহ বহু তারকা এ নিয়ে তাদের অনুভূতি শেয়ার করেছেন। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অনেক তারকা।জানিয়েছেন, এ যুদ্ধ বন্ধ হোক। শান্তি ফিরে আসুক গাজার বুকে।
‘আমরা পারিনি, আমরা পারলাম না’, গাজাবাসীর জন্য তারকাদের শোক
কালের কণ্ঠের এ প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক আব্দুন নুর সজল বলেন, ‘ঈদের ঠির পরপরই গাজাবাসীর উপর এ ধরনের অমানবিকতা, পশুত্ব, নির্যাতন, এটা কোন মনুষত্বের পর্যায়ে পড়েনা। মানুষ কি করে তাদের মানবতা হারায় এবং কতটা হিংস্ত্র হতে পারে সেটা ইসরায়েলকে দেখে বোঝা যায়। তবে এখানেই শেষ হয় বিচারক একজন আছেন এবং তিনি সুনিপুন বিচার করবেন যথাসময়ে।
’
শিল্পী সমিতির সদস্য ও অভিনেত্রী রত্না কবির বলেন, ‘গাজার বাতাসে উড়ে বেড়াচ্ছে এক একটা তাজা প্রান ফেসবুকে গাজার নির্মমতা দেখে আমি অসুস্থ হয়ে পড়ছি। নিজের মনকে শান্তনা দিতে মনকে বোঝাতে চাচ্ছি আমি এটা কল্পনায় দেখছি। আমি ভাবতে পারছিনা সন্তানের সামনে মায়ের, মায়ের সামনে সন্তানের মৃত্যু। আসলে এগুলো নিয়ে কিছু বলার ভাষা নেই শুধু আল্লাহর কাছে এটুকুই প্রার্থনা করি আর যেন কোন রক্তপাত না হয় বাকি জীবনগুলো যেন রক্ষা পায়।’
চিত্রনায়িকা দিঘি বলেন, ‘গাজায় মুসলমানদের জন্য দোয়া করা ছাড়া কিছুই যেন করতে পারছিনা। কতটা নির্মম হলে মানুষ এভাবে নিরপরাধদের হত্যা করতে পারে, সেটা ভাবলে শরীর কেঁপে ওঠে। পৃথিবীর এই নিরবতা আরও বেশি কষ্ট দেয়। গাজার মানুষ যেন আমারই ভাই বোন। আল্লাহর কাছে বলি আপনি তাদেরকে হেফাজত করুন, তাদেরকে শান্তিতে রাখুন। আমার বিশ্বাস একদিন সুবিচার হবেই।’
চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত বলেন, ‘গাজা নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। গাজার সাথে আছি ভালোবাসা আর দোয়া নিয়ে। আল্লাহ তাদের সহায় হোন।’
চিত্রনায়িকা হুমায়রা সুবাহ বলেন, ‘গাজার অবস্থা প্রতিদিন আমার মন ভেঙে দেয়। মুসলমান হয়ে কিছু করতে না পারার অসহায়ত্বটা কেবল বাড়তেই থাকে। চোখের সামনে শিশুদের কান্না, মায়েদের আহাজারি সবকিছুই বুকের ভেতর কষ্টের পাহাড় জমায়। দোয়া ছাড়া তাদের জন্য কিছুই করতে পারছিনা। আল্লাহ তাদেরকে রক্ষা করুন শান্তি ফিরিয়ে দিন।’
অভিনেত্রী তানহা তাসনিয়া বলেন, ‘মানুষের মনুষত্ব আজ কোথায় সেটা ভেবে পাইনা। মানুষের মধ্য থেকে যে মায়া মমতা উঠে গেছে সেটা ইসরায়েলকে দেখে বোঝা যায়। পশু পাখি মারতেও যেটুকু দ্বিধাবোধ করে মানুষ মারতেও সেটুকু দ্বিধা হচ্ছেনা।’
আন্তর্জাতিক নৃত্যশিল্পী নিকি আহমেদ বলেন, ‘গাজায় ইসরায়েল বর্বরতা বিশ্ব মানবতাকে হুমকির মুখে ফেলেছে। অসহায় নারী শিশু বৃদ্ধকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। জালিমদের হাত থেকে রক্ষার্থে আল্লাহর কাছে আবাবিল পাখির মত সাহায্য কামনা করছি।’
মডেল নোশিন ফারজানা ঐশ্বি বলেন, ‘গাজার মানুষের জন্য আমার হৃদয় ভেঙে যায়। সংবাদে ও ছবিতে যেসব নিষ্পাপ শিশুর মুখ দেখেছি, সেগুলো আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছে এতটাই যে অনেক রাত নিদ্রাহীন কাটছে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। গাজার প্রতিটি প্রান যেন নিরাপদে থাকে এই প্রার্থনা করছি।’
গাজাবাসীর ওপর নির্মম নির্যাতন বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমও উত্তাল। সেখানেও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় তারকাগন। মেগাস্টার শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গাজায় হামলার ঘটনায় মর্মাহত হয়ে লিখেছেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’
চিত্রনায়ক আফরান নিশো লেখেন, ‘গাজায় চলমান সহিংসতা, শিশুহত্যা ও সাধারণ মানুষের উপর আক্রমণ দেখে মন ভেঙে যাচ্ছে। মানবতার পক্ষে কথা বলা আমাদের সকলের দায়িত্ব। যুদ্ধ নয়, শান্তি চাই। ধর্ম, জাতি বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যেকোনো নিরীহ মানুষের ওপর নিপীড়ন বন্ধ হোক। গাজার মানুষগুলোর কান্না যেন আমাদের বিবেক নাড়িয়ে দেয়। সহিংসতা কখনোই সমাধান হতে পারে না। আমরা চাই না আর কোনো শিশু বোমার শব্দে ঘুম ভাঙুক। গাজায় শান্তি ফিরিয়ে আনুন।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও খল অভিনেতা মিশা সওদাগর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে সব থেকে দুর্বল ইমানের মুসলিম মনে হয় আমরাই।’
চিত্রনায়ক মামনুন ইমন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘গাজা আজই শেষ হয়ে যাবেনা। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা এ ফিলিস্তিনও থাকবে। কারন এটি আল্লাহর কুরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষনা।’
এছাড়াও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে অনুভূতি শেয়ার করে পোষ্ট দিয়েছেন চিত্রনায়িকা পরী মনি, জয়া আহসান, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, গায়ক আসিফ আকবর, চিত্রনায়িকা আঁচল, কণ্ঠশিল্পী সৈয়দ অমি, অভিনেত্রী সাদিয়া আয়মান, চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি, অভিনেত্রী আনিকা কবির শখ, চিত্রনায়িকা ক্যামেলিয়া নিশান, চিত্রনায়ক মুন্না খান, কণ্ঠশিল্পী শেখ সাদি সহ বহু শোবিজ তারকা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।