পর্দায় সুহানার মা হচ্ছেন দীপিকা!

সংগৃহীত ছবি

মাস কয়েক আগেই মা হয়েছেন দীপিকা পাডুকোন। এর মধ্যে সদ্যই অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিল না তার। হাতছাড়া করতে পারলেন না নতুন সিনেমা, তা-ও আবার শাহরুখ খানের সঙ্গে।

অনেক দিন ধরেই জল্পনা চলছিল ‘কিং’ ছবি নিয়ে।

 প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবার সঙ্গে এক ছবিতে কাজ করছেন সুহানা। বড় পর্দায় এটাই তার প্রথম কাজ। 

Deepika Padukone as Suhana's mother? 'King' casting sparks mixed reactions  | Onmanorama

এবার শোনা যাচ্ছে, পর্দায় সুহানা খানের মা হতে যাচ্ছেন দীপিকা। ছবিটিতে ক্যামিও দেবেন তিনি, সুহানার মায়ের চরিত্রে। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও।  

সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা।প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান ও টাবুর। ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভয় বর্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবিটি ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা।

‘কিং’ ছাড়াও আরো একটি ছবিতে ক্যামিও দেওয়ার কথা রয়েছে দীপিকার। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যেতে পারে তাকে। রণবীরের সঙ্গে নাকি এই ছবিতে তার একটি অতি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে।

LEAVE A REPLY