ছবিসূত্র : এএফপি
গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো রবিবার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয় বলে ওয়াফা নিউজি এজিন্সির প্রতিবেদনে বলা হয়েছে।
ধর্মঘট আহ্বানকারীদের আশা, আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলোও সোমবার এই কর্মসূচি পালন করবে।
আজ সোমবার ৭ এপ্রিল সমগ্র ফিলিস্তিনে পূর্ণ সাধারণ ধর্মঘট পালিত হবে।
জারি করা এক বিবৃতিতে, বৈশ্বিক এই ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রতিরোধের কণ্ঠস্বর উত্থাপন এবং ইসরায়েলি বাহিনী কর্তৃক চালানো ভয়াবহ গণহত্যা ও অপরাধ তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
ইসরায়েলি বাহিনী কর্তৃক চালানো ভয়াবহ অপরাধের মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করা, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দাবি অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০।তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।
সূত্র : ওয়াফা এজেন্সি