উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

প্রতীকী ছবি : এএফপি

ভারতের আবহাওয়া দপ্তর উত্তর ভারতের কিছু অঞ্চলে এই সপ্তাহে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে রাজধানী নয়াদিল্লিও রয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটসহ উত্তর ও মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। পাশাপাশি তারা তাপপ্রবাহ নিয়ে একটি ‘হলুদ সতর্কতা’ জারি করেছে, যার অর্থ এই তাপমাত্রা সাধারণ মানুষের জন্য সহনীয় হলেও শিশু, বৃদ্ধ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য মাঝারি ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ভারতের উত্তরাঞ্চলে সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপপ্রবাহ দেখা যায়, তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে এই চরম তাপমাত্রা আরো আগেই দেখা দিচ্ছে এবং দীর্ঘ সময় ধরে বিরাজ করছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেলে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। দিল্লিতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।

মানুষকে তাপপ্রবাহ থেকে বাঁচতে রোদে বের হলে শরীর ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া হালকা ও আরামদায়ক সুতি পোশাক পরিধান এবং ছাতা বা কাপড় দিয়ে মাথা ঢাকার পরামর্শও দেওয়া হয়েছে।

গত সপ্তাহে আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, চলতি গ্রীষ্মে ভারতের বেশির ভাগ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে এবং স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার মতো রাজ্যগুলোতে ১০ থেকে ১১ দিন পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উত্তর ও পূর্ব ভারত, মধ্য ভারত ও উত্তর-পশ্চিমাঞ্চলের সমতল এলাকায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার দিন বেশি তাপপ্রবাহ দেখা দিতে পারে।’

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিষ্ঠান স্কাইমেটের আবহাওয়া বিশেষজ্ঞ ও ভাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত বলেন, ‘উত্তর ভারতে তাপপ্রবাহ সাধারণত এপ্রিলের শেষ দিকে শুরু হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এটি এখন আরো তীব্র ও আগেভাগেই দেখা দিচ্ছে।আমরা শীত থেকে সরাসরি গ্রীষ্মে চলে যাচ্ছি; বসন্ত মৌসুম উত্তর ভারতে কমে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনে আমরা দেখব বাতাসের গতি ধীর হয়ে আসছে এবং আকাশ পরিষ্কার থাকবে। এতে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে।’

২০২৪ সালে ভারতের রাজস্থান রাজ্যে সে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই বছর ৪০ হাজারেরও বেশি সন্দেহভাজন হিটস্ট্রোকের ঘটনা রেকর্ড হয়েছিল।

দিল্লির একটি আবহাওয়া স্টেশন গত মে মাসে সর্বোচ্চ ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল, যদিও পরে সরকার জানায় এটি সেন্সরজনিত ভুল ছিল এবং সংশোধিত হিসেবে তাপমাত্রা ৩ ডিগ্রি কম দেখানো হয়। এ ছাড়া সরকারি তথ্যমতে, ২০২৪ সালে তাপপ্রবাহে প্রায় ১৫০ জন মারা গিয়েছিল, তবে স্বাধীন গবেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।

LEAVE A REPLY