ওমর সানী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। এ বর্বরতা হৃদয় স্পর্শ করেছে বিশ্বের সব শ্রেণিপেশার মানুষের। নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন সবাই।
শোবিজ অঙ্গনেও দেখা গেছে গাজাবাসীদের জন্য শোকের ছায়া।
গাজা নিয়ে হৃদয়ভাঙা অনুভূতি শেয়ার করেছেন অনেক তারকা। সেই দলে যোগ দিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও।
সোমবার (৭ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে গাজাবাসী নিয়ে নিজের মতামত জানিয়েছেন ওমর সানী। এ অভিনেতা লিখেছেন, ‘হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন, আবার আবাবিল পাখি।
আল্লাহ আমাদের হেফাজত করুন।’
গাজাবাসীদের নিয়ে ওমর সানীর পোস্টে সমর্থন দেখা গেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন সেটি।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে গতকাল সামাজিক মাধ্যমে একের পর এক বার্তা দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।
শাকিব খান, মিশা সওদাগর, আফরান নিশো, জয়া আহসান, সিয়াম আহমেদ, সাদিয়া আয়মানসহ বিনোদন অঙ্গনের অনেক তারকা গাজাবাসীর জন্য প্রার্থনা জানিয়েছেন। সেই সঙ্গে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছেও আর্জি জানিয়েছেন, যুদ্ধ নয় শান্তি ফিরে আসুক গাজার মাটিতে।