অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়ল

সংগৃহীত ছবি

সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৭ এপ্রিল থেকে এবার সেই সময় বেড়েছে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকেরা এখন ২২ এপ্রিলের মধ্যে সিনেমার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ পাবেন। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগের প্রজ্ঞাপনের সব শর্তাবলি অপরিবর্তিত রেখে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ওই দিন বিকেল ৪টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

এর আগে ১৪টি শর্তসাপেক্ষে প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে প্রস্তাব আহ্বান করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি; সব মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। সিনেমার ক্ষেত্রে দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ৭০ মিনিট।স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে কমপক্ষে দৈর্ঘ্য হতে হবে ৩০ মিনিট।’

চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিবছর সরকার অনুদান দিয়ে থাকে। গত বছর ২০টি সিনেমা ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে অনুদান দেওয়া হয়। সেই তুলনায় এবার সংখ্যা বেড়েছে।

LEAVE A REPLY