শাহরুখের সঙ্গে আরেকটা ছবি করতে চাই : সানি দেওল

সানি দেওল ও শাহরুখ খান

তিন দশক আগে ‘ডর’ সিনেমাকে ঘিরে সানি দেওল ও শাহরুখ খানের সম্পর্কে তৈরি হয়েছিল শীতলতা। একে অপরের সঙ্গে আর কখনো সিনেমা করেননি দুজন। এমনকী মুখ দেখাদেখিও বন্ধ ছিল দীর্ঘ সময়। তবে গতবছর সানির কণ্ঠে শোনা যায় নরম সুর।

শাহরুখ খানকে দেখা যায় সানির পার্টিতেও। দুই তারকার দ্বন্দ্বের যে অবসান ঘটেছে তা বলাই বাহুল্য। তবে কি একসঙ্গে ফের পর্দায় দেখা যাবে ‘ডর’ জুটিকে? ভক্তদের এমন প্রশ্নের উত্তর এবার পাওয়া গেল এবার সানির কণ্ঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান প্রসঙ্গে কথা বলেন সানি দেওল।জানান, শাহরুখের সঙ্গে কাজ করতে চান তিনি। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘আমি শাহরুখের সঙ্গে একটাই ছবি করেছি। তাই আরও একটা ছবিতে তার বিপরীতে কাজ করতে চাই। এটা সুন্দর হবে।

কারণ তখন ছিল এক জামানা। এখন ভিন্ন। সুতরাং, অবশ্যই করতে চাই।

বর্তমানে নির্মাণে অনেক পরিবর্তন এসেছে জানিয়ে সানি বলেন, ‘আগে, পরিচালকদের ওপর নিয়ন্ত্রণ ছিল। এখন পরিচালকদের ওপর তেমন নিয়ন্ত্রণ নেই।

গল্পগুলোও সেভাবে তৈরি হচ্ছে না। যেখানে প্রত্যাক অভিনেতাকে সমান গুরুত্ব দেওয়া হবে।’

১৯৯৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘ডর’। যার নায়ক হয়েছিলেন সানি দেওল আর খল চরিত্রে ছিলেন শাহরুখ। যশ চোপড়া পরিচালিত ‘ডর’ হল সেই হিন্দি সিনেমা, যেখানে নায়কের চেয়ে খলনায়ক বেশি সমাদৃত হন। ওই সিনেমা করে অভিনয় খ্যাতি ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণ অভিনেতা শাহরুখের। যেখানে নায়কের প্রশংসা পাওয়ার কথা, সেখানে প্রশংসিত হন খলনায়ক। বিষয়টি মেনে নিতে পারেননি সে সময়ের প্রতিষ্ঠিত অভিনেতা সানি দেওল। এ নিয়ে শুরু হয় মন কষাকষি। এর পরে আর কোনো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেননি। বিষয়টি নিয়ে সানি বা শাহরুখ মুখও খোলেননি। তবে দীর্ঘ তিন দশক পর সাম্প্রতিক সময়ে দুজনের মাঝে বন্ধুত্ব স্বাভাবিক হতে দেখা যায়।

LEAVE A REPLY