হামলাকারী (বাঁয়ে) ও সাইফ আলি খান (ডানে)
জামিন মিলল না বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের। বুধবার মুম্বাই পুলিশ তাঁর বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে পুলিশের জমা দেওয়া এই হাজারপাতা চার্জশিটে। এরপর আসামির জামিন খারিজ করেছেন আদালত।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, পুলিশ আদালতে জানিয়েছে যে সাইফের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শরিফুল। তথ্যপ্রমাণ রয়েছে তার বিরুদ্ধে।
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড
পুলিশের জমা দেওয়া চার্জশিটে শরিফুলের মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, সব তথ্যপ্রমাণই রয়েছে। তবে শুধুই সাইফের উপর হামলা নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগও উঠেছে।
পুলিশ আদালতে জানিয়েছে, বাংলাদেশি হয়ে কেন ভারতে অবৈধভাবে বাস করছেন অভিযুক্ত? পুলিশের দাবি ছিল, অভিযুক্তের পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই তাকে জামিন দেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত জামিন আবেদন খারিজ করেন আদালত।
কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বাই পুলিশ।
তাদের দাবি, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই।
সাইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তার নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন।
জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেপ্তার করা হয়।