ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল

গাজি সোহেল।

তামিম ইকবালের ঘটনার রেশ না কাটতে এবার বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করার সময় অস্বস্তি নিয়ে উঠে যান তিনি।

ম্যাচ রেফারি দেবব্রত পলকে ফোনে পাওয়া না গেলেও আম্পায়ার্স কমিটির এক সদস্য বলেন, ‘গাজীর ম্যাচ চলার সময় অস্বস্তি লাগছিল। এজন্য সে উঠে আসে।

পরে রক্তচাপ পরীক্ষা করলে সেটা স্বাভাবিক পাওয়া যায়, হৃদস্পন্দনটা বেশি ছিল। এজন্য তাকে বিকেএসপির মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বিশ্রামম নিচ্ছে। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার শফিকউল্লাহ আহমেদ মাঠের দায়িত্ব পালন করছে।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয় তামিমকে। এখন কিছুটা স্বভাবিক হয়ে বর্তমানে চেকআপের জন্য আছেন সিঙ্গাপুরে।

LEAVE A REPLY