গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : বিসিসিআই
আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত রাতে পাঞ্জার বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি ঘটে।
আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।
’
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল।
পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।