৫ রানের রোমাঞ্চকর জয় গুলশানের

শাইনপুকুরকে ৫ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

মিরপুরে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রানের স্বল্প স্কোর ডিফেন্ড করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অল আউট হয় গুলশান। দলের পক্ষে সাকিব শাহরিয়ার ৩৮ রান ও জাওয়াদ আবরার ৩৭ রান করে সর্বোচ্চ অবদান রাখেন। শাইনপুকুরের পক্ষে নিওন জামান ৩ উইকেট ও মোহাম্মদ রহিম আহমেদ ২ উইকেট শিকার করেন।

জবাবে শাইনপুকুর জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে ৪৩ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। শরিফুল ইসলাম ২২ রানে অপরাজিত থাকলেও দল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। 

গুলশানের পক্ষে নিহাদ উজ জামান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন।

LEAVE A REPLY