অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া নাসিরের

ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৭৭ রান করেন নাসির।

২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ৭ এপ্রিল মাঠে ফিরেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে সেদিন রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বল করে মাত্র ৩১ রান খরচায় ১ উইকেট শিকার করেন। বোলিংটা যেমন তেমন হলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। ১১ বলে ৯ রান করে আউট হন নাসির।

তবে ব্যাট হাতে আজ তা পুষিয়ে দিয়েছেন নাসির। বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৮৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৯১.৬৭ স্ট্রাইক রেটে ৭৭ রান করেন নাসির। অল্পের জন্য ধরা দেয়নি তিন অঙ্কের ম্যাজিকেল ফিগার।

এদিন রূপগঞ্জ আগে ব্যাটিং করে নাসিরের ব্যাটে পেয়েছে উড়ন্ত সূচনা।

LEAVE A REPLY