সংগৃহীত ছবি
কাজের ক্ষেত্রে তার আসল শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার দাবি জানালেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সম্প্রতি মিমির কোনো এক অনুষ্ঠানের ক্লিপিংয়ের সঙ্গে আসল গানটি জুড়ে দিয়ে জনৈক নেটিজেন দাবি করেন সেটি অভিনেত্রীর গাওয়া। বিষয়টি নজরে আসতেই চুপ থাকেননি মিমি।
বরং সেই রিল ভিডিওর কিছু অংশ ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে প্রতিবাদ করেছেন অভিনেত্রী।
মিমি লিখেছেন, ‘যিনি এই গানটি আমার বলে চালানোর সাহস দেখিয়েছেন, তাকে পরিষ্কার করে বলে রাখি, এটি আমার গাওয়া গান নয়। এই অভূতপূর্ব গানটি ‘কী করে তোকে বলব’ ছবির জন্য গেয়েছেন ট্যালেন্টেড মধুরা ভট্টাচার্য। তাই শিল্পীদের থেকে তাদের প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না বা চেষ্টাও করবেন না। শুধু মাত্র কয়েকটা লাইক আর শেয়ারের লোভে নিজেকে ছোট করবেন না।
এরপর মিমি আরো সংযোজন করেন, ‘আমি যদি এত ভালো গান গাইতে পারতাম, তাহলে গান গাওয়াকেই পেশা হিসেবে বেছে নিতাম। তাই কেউ এই গান আমার গাওয়া ভেবে বোকা হবেন না।’
উল্লেখ্য, অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের গানের অ্যালবামও প্রকাশ করেছেন মিমি। তারপরেও শিল্পী হিসেবে আরেক শিল্পীর জন্য ছেড়ে কথা বললেন না ভুয়া তথ্য রটানো নেটিজেনদের।
মিমিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘ডাইনি’-তে।