পাহাড়ে মজেছেন ফারিণ!

সংগৃহীত ছবি

ব্যস্ততা কমিয়ে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান তাসনিয়া ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।  

যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার।

বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।

May be an image of 1 person and Arthur's Seat

সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ফারিণ।যা দেখে বোঝা যায়, বিলেতি পাহাড়ে মন মজেছে তার। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ। 

এবার ঈদে মাত্র একটি কাজ এসেছে তাসনিয়া ফারিণের। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

LEAVE A REPLY