পিএসএলের প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণ। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। 

৬ দলের এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার (৬ কোটি টাকার বেশি) এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার।’

এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি।

আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।

টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY