হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ উৎসব। স্বাভাবিক নিয়মে দর্শকপ্রিয়তার বিচারে মিছিল থেকে ছিটকে পড়েছে একাধিক ছবি। তবে ঈদের বাজার নিজের করে নিয়েছে তিনটি ছবি—‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। দ্বিতীয় সপ্তাহে এসে তিনটি ছবিরই হলসংখ্যা বেড়েছে।

সপ্তাহের মাঝামাঝি ঈদ হওয়ায় প্রায় ১২ দিনের লম্বা সপ্তাহ পেয়েছে ছবিগুলো। গতকাল শুরু হয়েছে ঈদের ছবির দ্বিতীয় সপ্তাহ। এই সপ্তাহে তিনটি বেড়ে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ চলবে ১২৬টি প্রেক্ষাগৃহে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চুটিয়ে ব্যবসা করছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি।

আমি খারাপ অভিনয়শিল্পী নই

গতকাল শুধু মাল্টিপ্লেক্সেই ছবিটির ৭২টি শো চলেছে এবং প্রায় সবটিই ছিল হাউসফুল। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ছবির শো সংখ্যা ছিল ৪৪০!
মিছিলে দ্বিতীয় স্থানে রয়েছে শিহাব শাহীনের ‘দাগি’। প্রথম সপ্তাহে ছবিটি চলেছে ১৩টি প্রেক্ষাগৃহে। এ সপ্তাহে বেড়েছে দুটি হল।

এখন ১৫ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় ছবি ‘দাগি’। এ ছবির মূল ব্যবসাকেন্দ্র মাল্টিপ্লেক্স। দেশের সব মাল্টিপ্লেক্সে ছবিটি চলছে এবং ভালো সাড়া পাচ্ছে।

এম রাহিমের ‘জংলি’র শুরুটা একটু নড়বড়ে ছিল। ১০টি প্রেক্ষাগৃহ নিয়ে যাত্রা করে ছবিটি।পরে ধীরে ধীরে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ে। এ সপ্তাহে এটি চলছে ১৪টি প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্সে এর শো সংখ্যাও বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। অধিকাংশ শো যাচ্ছে হাউসফুল। সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত এ ছবিতে বাবা-সন্তানের আবেগ ও ভালোবাসায় মুগ্ধ হচ্ছে বিভিন্ন বয়সী দর্শক।

এ ছাড়া শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহের সংখ্যায় সুবিধা করতে পারছে না। পিছিয়ে রয়েছে কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ও। আর ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ তো একেবারেই ছিটকে পড়েছে।

LEAVE A REPLY