গাজা যুদ্ধের বিরোধী ১ হাজার সেনাকে বরখাস্তের অনুমোদন ইসরায়েলের

ছবিসূত্র : এএফপি

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির গতকাল সিনিয়র কমান্ডার এবং প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করার অনুমোদন দিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে শত শত ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) সেনা গাজায় সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল, ‘এই যুদ্ধ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে, নিরাপত্তার স্বার্থ নয়’, তারা একই সঙ্গে বন্দিদের ফিরিয়ে দেওয়ার আহবানও জানিয়েছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, বন্দিদের উদ্ধার শুধু যুদ্ধবিরতির মাধ্যমেই অর্জন করা যেতে পারে, সামরিক উপায়ে নয়।

আজমির বলেছেন, সেনারা চিঠিতে স্বাক্ষর করেছেন এটি একটি ‘গুরুতর অপরাধ’। সেনারা এ ধরনের আবেদনে স্বাক্ষর করতে পারবেন না। স্বাক্ষরের পর আবার চাকরিতেও ফিরে যেতে পারবেন না।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যুদ্ধের বৈধতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে চিঠিটির তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎজ, সাবেক বিমানবাহিনী কমান্ডার মেজর জেনারেল (অব.) নিমরোদ শেফার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি অন্তর্ভুক্ত ছিলেন। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর মতে, চিঠিতে স্বাক্ষরকারীদের দশ শতাংশ সক্রিয় রিজার্ভ সেনা, যাদের বেশির ভাগই স্বেচ্ছাসেবক এবং বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

LEAVE A REPLY