সান্তোসের নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ সিলভা খেলেন ফ্লুমিনেন্সের হয়ে। ছবি : সান্তোসের এক্স পেজ
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। তার ফেরার ম্যাচে জিততে পারেনি সান্তোস। ফ্লুমিনেন্সের বিপক্ষে হেরে গেছে ১-০ গোলে।
সান্তোসের হয়ে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন নেইমার।
ইনজুরির কারণে টানা চার ম্যাচ মাঠের বাইরে থাকার আজ সোমবার মাঠে নামের ম্যাচের দ্বিতীয়ার্ধে। তার মাঠে নামার সময় গোলশূন্য ড্র ছিল ম্যাচ। যদিও প্রধমার্ধে আধিপত্য দেখিয়েছে ফ্লুমিনেন্সই।
খেলার দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ সমান।তবে ম্যাচের যোগ করা গোল খেয়ে বসে সান্তোস। যোগ করা সময়ের ৭ম মিনিটে জয়সূচক গোলটি করেন স্যামুয়েল হাভিয়ের ব্রিটো। এই গোলে হার নিশ্চিত হয় নেইমারদের।
১৭ এপ্রিল নেইমারের দল সান্তোস মুখোমুখি হবে আতলেতিকো মিনেইরোর।সিরি আ’তে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সান্তোসের।