ম্যাচ শেষে জেমস ভিন্সকে একটি হেয়ার ড্রায়ার দেয় করাচি কিংস। ছবি : এক্স থেকে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হয়েছে জমজমাটভাবে। টুর্নামেন্টে শুরুর পরের দিন করাচি কিংসের ইংলিশ ব্যাটার জেমস ভিন্স মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচজয়ী ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ম্যাচ শেষে তাকে দেওয়া অদ্ভুত এক পুরস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার রাতে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভিন্স মাত্র ৪৩ বলে ১০১ রান করেন।
তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। তার অসাধারণ পারফরম্যান্সে মুলতানের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় পায় করাচি। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন ভিন্স।
তবে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ম্যাচ শেষে দেওয়া একটি অদ্ভুত পুরস্কার নিয়ে।অতিরিক্ত পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় একটি হেয়ার ড্রায়ার! দলীয় কর্তৃপক্ষ জানায়, ম্যাচের ‘সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়’ হিসেবে তাকে এই উপহার দেওয়া হয়েছে।
এই উদ্ভট পুরস্কার দেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মিম ও ট্রল। একজন মজা করে লিখেন, ‘জেমস ভিন্স এখন বলবেন—’ম্যান অব দ্য ম্যাচ নয়, সালোন অব দ্য ম্যাচ! পরেরবার হয়তো শেভিং জেল বা শ্যাম্পু দিবে!’
আরেকজন আইপিএলের সাথে তুলনা করে ট্রল করে, ‘আইপিএলে খেলোয়াড়রা ম্যাচ জিতলে মেডেল বা চেইন পায়, আর পিএসএলে হেয়ার ড্রায়ার! মান নেই, দর্শক নেই, বিশ্বের সবচেয়ে ধনী ও প্রতিযোগিতামূলক লিগের সাথে কোন তুলনাই চলে না।’