সংগৃহীত ছবি
অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছক ভেঙে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য ইতিমধ্যে প্রশংসার দাবিদার অনন্যা পাণ্ডে। গ্ল্যমারাস চরিত্র কিংবা আদ্যোপান্ত মাসালা ছবির বাইরে গিয়ে অন্য ঘরানার সিনেমাতেও সাবলীল চাঙ্কিকন্যা। তারকা সন্তান হওয়ার দৌলতে শুরুর দিকে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘নেপো-কিড’ তকমাও।
তবে স্টারকিড হলেও নিজেকে বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী। ‘কেশরী চ্যাপ্টার ২’-এর ঝলকেও অক্ষয় কুমারের পাশাপাশি নজর কেড়েছেন অনন্যা পাণ্ডে। এমন আবহেই অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক।
জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা শ্যানেল-এর ব্রান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন অনন্যা পাণ্ডে।
যে তকমা এর আগে আর কোনো ভারতীয় তারকার নামের সঙ্গে যুক্ত হয়নি। সেদিক থেকে বলতে গেলে, অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেব ইতিহাস গড়লেন।

মঙ্গলবারই সংস্থার পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেখবর।
এক বিবৃতিতে অনন্যা পাণ্ডে জানিয়েছেন, ‘এটাই হল মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেল-এর জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হল।’
সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে জানা হয়েছে, ‘অনন্যা পাণ্ডে এমন একজন নায়িকা যিনি নিজস্ব কৌতূহলে ভর করে গোটা বিশ্ব আঙিনায় নিজের পরিচয় তৈরি করেছেন এবং বর্তমান প্রজন্মের মধ্যে নিজস্ব রুচিবোধের প্রভাব ফেলেছেন। অনন্যার মূল্যবোধের সঙ্গে শ্যানেল-এর সাযুজ্য থাকায় আমাদের ঘরের হয়ে প্রতিনিধিত্ব করতে ওকে বেছে নেওয়া হল।
’
এর আগে গতবছর প্যারিস ফ্যাশন উইক-এ হেঁটেও বাজিমাত করেছিলেন অনন্যা পাণ্ডে। এবার শ্যানেল-এর মতো বিশ্বখ্যাত ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী দূত-এর ভূমিকায় তিনি।